• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাগেরহাটে আ.লীগের দুগ্রুপে সংঘর্ষ, সাধারণ সম্পাদকসহ নিহত ২

বাগেরহাট প্রতিনিধি

  ০২ অক্টোবর ২০১৮, ০৯:৪২

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আবির আলীর ছেলে আনছার আলী শিকদার (৫৩) ও জোকা গ্রামের মোসলেম শেখের ছেলে শুকুর শেখ (৪৫)।

গুরুতর আহত দৈবজ্ঞহাটি গ্রামের ফরিদ শেখের ছেলে বাবুল শেখকে বাগেরহাট সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত হলেন আলতি বুরুজবাড়ি গ্রামের মৃত লতিফ খানের ছেলে মো. মিল্টন খান।

সোমবার বিকেলে এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শুকুরকে মৃত বলে জানান। আহত আনছার আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকিরকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

গুরুতর আহত বাবুল শেখ জানান, দৈবজ্ঞহাটি বাজার থেকে তাদের মাথায় পিস্তল ঠেকিয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বোরখা পরতে বাধ্য করা হয়। এ অবস্থায় তাদের কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন।

মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। এরমধ্যে দুইজন মারা গেছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ফকিরকে হেফাজাতে নেয়া হয়েছে।

এলাকাবাসী জানান, আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জেরে এ ধরনের ঘটনা ঘটেছে।

আরও পরুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
বেপরোয়া বাস ঢুকে পড়ল দোকানে, নিহত ১
বিয়ে বাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
দ্বিতীয় বিয়ের ৪দিন পর বাবাকে কুপিয়ে হত্যা!
X
Fresh