• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৭ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

  ২২ নভেম্বর ২০১৬, ১৭:২৩

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ৭ মাস বন্ধের পর আশুগঞ্জ সার কারখানায় মঙ্গলবার সকাল থেকে সার উৎপাদন শুরু হয়েছে।

সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গেলো ৪ এপ্রিল আশুগঞ্জসহ দেশের সবগুলো সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেয় সরকার।

কারখানা চালু রাখতে প্রতিদিন ৪৮ থেকে ৫২ এমএমসিএফ গ্যাস দরকার হয়। দীর্ঘ ৬ মাস সরবরাহ বন্ধের পর গেলো ৬ অক্টোবর আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ দেয়া হয়।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বললেন, গ্যাস সরবরাহ না থাকায় র্দীঘ ৭ মাস বন্ধ ছিলো সার উৎপাদন। তবে কারখানায় পর্যাপ্ত সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সংকট দেখা দেয়নি এবং সার সরবরাহ ছিলো স্বাভাবিক।

দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও বিভিন্ন ইউনিটে যন্ত্রাংশে ত্রুটি দেখা দিলে মেরামত শেষে মঙ্গলবার সকাল থেকে কারখানায় সার উৎপাদন শুরু হলো।

এম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh