• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

র‌্যাবের অভিযান: আনসারুল্লাহ ও জেএমবির ৩ সদস্য গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:০১

রংপুরে দুটি আলাদা অভিযানে আনসারুল্লাহ বাংলাটিমের এক সদস্য ও জেএমবির দুই সক্রিয় সদস্যকে অস্ত্র, গুলি ও ব্যাপক জিহাদি বইসহ গ্রেপ্তার করেছে রংপুর র‌্যাব-১৩।

আজ রোববার দুপুরে র‌্যাব-১৩ এর প্রধান কার্যালয় আলম নগরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজ্জাম্মেল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ভোটমারী গ্রাম থেকে লালমনিরহাট জেলার প্রধান সমন্বয়ক ও দাওয়াতে আমির মো. মেহেদি হাসান সবুজকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, বিপুল জঙ্গিবাদী বইও লিফলেটসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে আরেকটি অভিযানে পাটগ্রাম থানার রসুলগঞ্জ গ্রামের বুড়িমারী রোডের কাছ থেকে জেএমবির সক্রিয় সদস্য মো. রুহুল আমিন ও মো. খোকনকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের গুলি ও জিহাদি বইসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব অধিনায়ক জানান, গত এক বছর ধরে তারা গোপনে জেএমবির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও নাশকতার পরিকল্পনা করে আসছে।

এসময় উপস্থিত ছিলেন, র‌্যাবের উপ-অধিনায়ক মেজর আরমিন রাব্বি ও সহকারি পরিচালক শেখ লেলিন আলমগীর।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh