• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

রত্নাই সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

  ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪০

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এলাকার নাগরনদী থেকে সাহিদুর রহমান নামে (২৭) এক বাংলাদেশি নাগরিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।
শনিবার রাত ১১টায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গেল সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী গ্রামের খতিব উদ্দিনের ছেলে সাহিদুর রহমানসহ কয়েকজন মিলে রত্নাই সীমান্তের ৩৮২ নম্বর পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এসময় ১৭১ সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে সাহিদুর রহমান আহত হন।
পরে সঙ্গিরা সাহিদুরকে নদীতে ফেলে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে বিজিবি ও পুলিশ সাহিদুরকে খুঁজতে থাকে। পরে রাত ১১টায় ৩৮২ নম্বর পিলার এলাকার আমতলী গ্রাম সংলগ্ন নাগরনদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, কার গুলিতে মারা গেছে এটা নিশ্চিত নয়। এ বিষয়ে ভারতের সোনমতি ক্যাম্পের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৭ এপ্রিল)
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশি গ্রেপ্তার
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ 
মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যা করল আরেক বাংলাদেশি
X
Fresh