• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঝালকাঠিতে স্টেডিয়ামের জমি দখল করে মাইক্রোবাস স্ট্যান্ড

ঝালকাঠি প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৮

ঝালকাঠি পৌরসভা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জমি দখল করে মাইক্রোবাসস্ট্যান্ড করার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড়রা।

শনিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে তারা।

অবিলম্বে এ নির্মাণ কাজ বন্ধ করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ অভিযোগ করেন, স্টেডিয়ামের প্রবেশ পথে দুই দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ রাসেলের ম্যুরাল স্থাপনের জন্য নির্ধারিত স্থান মাইক্রোবাসস্ট্যান্ড করার জন্য চালক সমিতির কাছে লিজ দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

মাইক্রোবাস সমিতি তাদের গাড়ি পার্কিং করার জন্য আজ শনিবার সকাল থেকে ইটের সলিংয়ের কাজ শুরু করে। পৌর কাউন্সিলররা দাঁড়িয়ে থেকে এ কাজ তদারকি করছিলেন। ক্রীড়া সংস্থার লোকজন এতে বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পৌর কাউন্সিলরা লোকজন নিয়ে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের ওপর হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।

পরে অবৈধভাবে জমি দখল ও হামলার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ খান ও সোয়েবুর মোরশেদ সোহেল। বক্তারা অবিলম্বে স্থাপনা নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছেন। একইসঙ্গে স্টেডিয়ামের সামনে থেকে মাইক্রোবাসস্ট্যান্ড প্রত্যাহারের দাবি করেন বক্তারা।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
গ্লোব শপিং সেন্টারের ব্যবসায়ীদের মানববন্ধন
জাবিতে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে মানববন্ধন
X
Fresh