• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

পাঁচবিবিতে নাশকতা পরিকল্পনার মামলায় ৪ জামায়াত নেতা গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩১

জয়পুরহাটের পাঁচবিবিতে নাশকতা পরিকল্পনা মামলায় চারজন জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে তাদের উপজেলার কুশুম্বা ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

গ্রেপ্তাররা হলেন উপজেলার কুশুম্বা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও বাঁশখুর গ্রামের ইউসুফ আলীর ছেলে আসাদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দুল শান্তি নগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে সুজাউল ইসলাম। এছাড়া স্থানীয় জামায়াতের বিভিন্ন পদে থাকা নেতা বাঁশখুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ইউনুস আলী ও একই গ্রামের আবু নূরের ছেলে আশরাফুল আলম।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, গেল দুই সেপ্টেম্বর নিজ গ্রামের মসজিদে বসে এক দল জামায়াত-শিবির নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন, এমন সংবাদ পেয়ে পুলিশের টহল দলের সদস্যরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যান। পরে তদন্ত সাপেক্ষে এজাহার নামীয় জামায়াতের ১০ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ১৫-২০ জন জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। শনিবার সকালে গ্রেপ্তার করে দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি ২২ বছর পর গ্রেপ্তার
X
Fresh