• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডিসেম্বরেই আশুগঞ্জ-আখাউড়া ৪ লেন রাস্তার কাজ শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২২ নভেম্বর ২০১৬, ১৩:০১

বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দর হতে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৪ লেন রাস্তার কাজ আসছে মাসেই শুরু হচ্ছে। দেরিতে হলেও রাস্তাটি ৪ লেন হওয়ায় খুশি স্থানীয় ব্যবসায়ী ও যান চালকরা।

রাস্তাটির নির্মাণ ব্যয় ৩ হাজার ৬শ’ কোটি টাকা। এটি ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়ক হয়ে স্থলবন্দরে পৌঁছবে। তবে পুনিআওট হতে রামরাইল পর্যন্ত না যাওয়ায় চালকদের দুর্ভোগ পুরোপুরি কাটছে না।

এদিকে, আশুগঞ্জ বন্দরে জায়গা কম থাকায় ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা পড়ার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে বন্দরের ব্যবসায়ীদের। তাই পুণর্বাসনের ব্যবস্থা করে রাস্তার কাজ করার জন্য সরকারের কাছে অনুরোধ করছেন তারা।

নদীবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নাসির মিয়া বলেন, ৪ লেন রাস্তা হওয়ায় আমরা খুশি। এখন দ্রুত কৃষকের দোরগোড়াই সার পৌঁছে দিতে পারবো।

জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, এ ব্যাপারে প্রি-একনেক হয়েছে। আসছে মাসেই রাস্তার কাজ শুরু হবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh