• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যূত, ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

  ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৬

ময়মনসিংহ রেলওয়ে জংশনে একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যূত হয়েছে। এতে ময়মনসিংহ থেকে জারিয়া, মোহনগঞ্জ ও ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার বাঘমারা রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে কেওয়াটখালী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। বেলা দুইটার দিকে ওই রেলপথগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন ময়মনসিংহ স্টেশন সুপারিনডেন্ট জহিরুল হক।

তিনি আরও জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ স্টেশনগামী সরকারি খাদ্য গুদামের উদ্দেশে আসা চালভর্তি মালবাহী ট্রেনটি ময়মনসিংহ স্টেশনের বাঘমারা রেলক্রসিংয়ে পৌঁছলে চারটি বগি লাইনচ্যূত হয়। ট্রেনের চারটি বগির ২৫টি চাকা লাইনচ্যূত হওয়ায় উদ্ধার কাজ সম্পন্ন করতে একটু সময় লাগছে।

এদিকে ট্রেন দুর্ঘটনার কারণে সকাল নয়টা থেকে ময়মনসিংহ-জারিয়া, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-ভৈরব রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে হাওর এক্সপ্রেস, মহুয়া ও জারিয়া লোকাল গৌরীপুরে, বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনসহ কয়েকটি স্টেশনে আটকা পড়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
X
Fresh