• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, পেট্রোলবোমা বোমা উদ্ধার

হবিগঞ্জ, প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৪

হবিগঞ্জের বাহুবলে পুলিশ টহল দেয়ার সময় পুলিশের গাড়িকে লক্ষ্যে করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল ও ছয়টি পেট্রোলবোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার রাত ১টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনে খোলা জায়গা থেকে ওই বোমাগুলো উদ্ধার করা হয়।

বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী আরটিভি অনলাইনকে বলেন, রাতে উপজেলার মিরপুর বাজার এলাকায় টহলর পুলিশ ইউনিয়ন পরিষদের পাশে একটি নির্মাণাধীন ভবনের সামনে খোলা জায়গায় ৪-৫ জন লোকের জটলা দেখতে পায়।
পরে পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের ছুড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরে ঘটনাস্থলে বালিরস্তুপ থেকে পুলিশ ছয়টি তাজা ককটেল ও ছয়টি পেট্রলবোমা উদ্ধার করে।

আরও পড়ুন :

আরসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
তীব্র গরমে পুলিশ সদস্যদের প্রতি ১১ নির্দেশনা
শাবনূরকে চিনতে না পেরে আটকে দিল পুলিশ
X
Fresh