• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা

আরটিভি অনলাইন রিপোর্ট

ময়মনসিংহ

  ০৩ জুলাই ২০১৬, ১৩:০৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে ফাতেমা আক্তার (২১) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে সোহরাব নামে এক বখাটে। ওই গৃহবধূকে গুরুতর দগ্ধ অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। বার্ন ইউনিটের চিকিৎসক ডা. রেজাউল ইসলাম জানান, রোগীর শরীরের ৬০ ভাগ ঝলছে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে ভর্তি ফাতেমা আক্তার জানান, একই গ্রামের সোহরাব দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সকালে সোহরাব হঠাৎ তার শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্বামী বাচ্চু মিয়াসহ পরিবারের লোকজন এগিয়ে আসে।

এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল হক ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রুহুল আমিন তালুকদার ময়মনসিংহ মেডিকেলে ফাতেমাকে দেখতে আসেন।

ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রুহুল আমিন তালুকদার জানান, এ ঘটনার পরে সোহরাব মিয়া (৩৫) গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh