• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় মুখোমুখি সংঘর্ষে দুটি ট্রাক পুড়ে ছাই

কুষ্টিয়া প্রতিনিধি

  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪২

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে সিমেন্ট সিলিন্ডার ট্রাক ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সিমেন্ট সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ট্রাক দুটিতে আগুন ধরে যায়। দুটি ট্রাকই পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলার শৈলকুপায় উপজেলার শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার রাতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে সিমেন্ট সিলিন্ডার ট্রাককে অপরদিক থেকে আসা আরেকটি বালুভর্তি ট্রাক ধাক্কা মারে। এতে সিমেন্ট সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে ট্রাক দুটি পুড়ে যায়। পরে খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ১ ঘণ্টা খুলনা-কুষ্টিয়া মহাসড়কে সকল যান চলাচল বন্ধ ছিল। তবে এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ুবুর রহমান ও ইবি থানার ওসি রতন শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাতেই পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। সকালে পুড়ে যাওয়া ট্রাক দুটি সরিয়ে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh