• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রচারণার পেরেকে ক্ষত-বিক্ষত গাছের জীবন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৩

গাছে গাছে ঝুলছে ক্লিনিক, চিকিৎসক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কোচিং সেন্টারসহ নানা ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বোর্ড। সেইসঙ্গে আছে রাজনৈতিক নেতাদের শুভেচ্ছা ব্যানারও।

কোনও কোনও গাছের বুকে পেরেক ঠুকে, আবার কোথাও তার বেঁধে আটকানো হয়েছে এসব বিজ্ঞাপন বোর্ড।

বোর্ডগুলো দৃশ্যমান করতে কোথাও কোথাও ডালপালা কেটে ফেলার মতো ঘটনাও ঘটেছে।

দিনাজপুরের হিলি-ঘোড়াঘাট সড়কের দুই পাশের কোনও গাছে একটি, কোনও গাছে দশটি, আবার কোনও গাছে অর্ধশত ব্যানার ঝুলানোর দৃশ্য দেখা গেছে।

শুধু হিলি-ঘোড়াঘাট সড়কেই নয় পুরো উপজেলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের এমন প্রচারণার কবলে পড়ে ক্ষত-বিক্ষত হয়েছে কয়েকশ’ গাছ। দ্রুত এসব বিজ্ঞাপন বোর্ড অপসারণ করে গাছ রক্ষা করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, হিলি-বিরামপুর সড়কের দুই পাশের গাছে ঝুলছে আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের শুভেচ্ছা বোর্ড। এছাড়া হাসপাতাল মোড়, উপজেলা মোড়, পাবনা স্টোর মোড়সহ বিভিন্ন হাট-বাজার এলাকার গাছে গাছে ক্লিনিক, চিকিৎসক, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার, ব্যবসা-বাণিজ্যের বোর্ড চোখে পড়ে।

ছাতনী রাউতারা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. মুহেবুর রহমান আরটিভি অনলাইনকে বলেন, এটা অমানবিক কাজ। দ্রুত বোর্ডগুলো অপসারণ করে গাছগুলো রক্ষা করা দরকার।

তবে উপজেলা বন কর্মকর্তা মো. শামসুল আলম আরটিভি অনলাইনকে বলেন- ‘এ ব্যাপারে আমাদের করার কিছু নেই।’

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
ছাগলে আম গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১
মাকে গাছে বেঁধে ছেলেকে পিটিয়ে হত্যা, ব্যাংক কর্মকর্তা আটক
ঈদের ছুটিতে বাড়িতে না থেকেও যেভাবে পানি পাবে টবের গাছ 
X
Fresh