• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

স্কুলছাত্রীকে গণধর্ষণ, সাতদিনেও গ্রেপ্তার হয়নি কেউ

রংপুর প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৮

রংপুরের পীরগাছা উপজেলার কল্যানী ইউনিয়নের ফতা গ্রামে গণধর্ষণের শিকার হয়েছে ৭ম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় ছয় জনের বিরুদ্ধে মামলা হলেও এক সপ্তাহে কেউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বরং অর্থ নিয়ে মামলা ধামাচাপা দেয়ার অপচেষ্টা করছে বলেছে অভিযোগ ওঠছে কয়েকজনের বিরুদ্ধে।

মামলা ও ইউপি চেয়ারম্যান সূত্রে জানা গেছে, রংপুরের নব্দিগঞ্জ এলাকার তালুকউপাসু গ্রামের ওই স্কুলছাত্রীকে পার্শ্ববর্তী গ্রাম ফতা এলাকার শহর আলীর ছেলে রেজাউল, হায়দার আলীর ছেলে হামিদুল, আগুর মিয়ার ছেলে নাঈম, বিপুল, আমিনুল ও সাহেব আলী গণধর্ষণের স্বীকার হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর স্কুলের ক্লাস শেষে কোচিং করে সন্ধ্যার দিকে নানির বাড়ি যাওয়ার পথে জোরপূর্বক নির্জনস্থানে নিয়ে গণধর্ষণ করে ওই বখাটেরা। পরে ধর্ষণকারীরা তাকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়।

পরে ওই ছাত্রীর জ্ঞান ফিরে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে তার মা পুরো ঘটনা শোনার পর মেয়েকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগে ভর্তি করায়। বর্তমানে তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

রংপুর মেট্রোপলিটন থানার এসআই রেয়াজুল ইসলাম জানান, তদন্ত ও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিঁধ কেটে ঘরে ঢুকে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ : আ.লীগ নেতা গ্রেপ্তার
X
Fresh