• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় বাস শ্রমিকদের কর্মবিরতি, যাত্রীদের ভোগান্তি

নওগাঁ প্রতিনিধি

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৩

সদ্য পাসকৃত সড়ক পরিবহন আইনের প্রতিবাদে নওগাঁয় কর্মবিরতি শুরু করেছে বাস শ্রমিকরা।

শনিবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ কোনও রুটেই বাস চলাচল করেনি। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

শ্রমিকরা জানান, পাসকৃত আইনে হত্যাকাণ্ড প্রমাণ হলে পাঁচ লাখ টাকা জরিমানা ও পাঁচ বছর জেলের যে বিধান রাখা হয়েছে তা মোটেও গ্রহণযোগ্য নয়।

তাদের মতে, সড়ক থেকে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা ও সড়কগুলো বেহাল হওয়ার কারণে সড়ক দুর্ঘটনা বন্ধ হচ্ছে না। কিন্তু সরকার এসব সুরাহা না করে উল্টো চালকদের বিরুদ্ধে আইন করেছে তা মেনে নেয়ার মতো নয়। প্রশাসন বলছে শ্রমিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন তারা।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh