• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১০ টাকার চাল যাচ্ছে সচ্ছল পরিবারে

শাহরিয়ার ইউনুস, খাগড়াছড়ি

  ২১ নভেম্বর ২০১৬, ১৪:৩২

সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় খাগড়াছড়ির ৩৮টি ইউনিয়নে দেয়া হচ্ছে ১০ টাকা কেজির চাল। কিন্তু চাল বিতরণে মানা হচ্ছে না সরকারি নিয়ম।

হতদরিদ্রদের এ চাল পাওয়ার কথা থাকলেও বঞ্চিত হচ্ছেন তারা। উল্টো এ চাল যাচ্ছে সচ্ছল পরিবারে। একই পরিবারের একাধিক ব্যক্তি চাল নিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানালেন, কার্ড ইস্যুর ক্ষেত্রে করা হচ্ছে দলীয়করণ। ওজনে ৩০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে ২৮ কেজি।

তবে চাল বিতরণে ওজনের কম দেয়ার অভিযোগ অস্বীকার করেন ডিলাররা।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জানালেন, চাল বিতরণে কারো বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

সরকারের এ জনবান্ধব কর্মসূচিকে স্বচ্ছ রাখতে অনিয়মের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এ প্রত্যাশা খাগড়াছড়িবাসির।

এম /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh