• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ওসমানী বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট

  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২২

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।

এ ঘটনায় জাহিদ মিয়া নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এনামুল হক জানান, দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের (বিজি-২২৮) একটি ফ্লাইট বুধবার সকাল ৬টা ৫০ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা বিমানের ১০ এ নম্বর সিটের নিচ থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেন। এসময় বিমানের গ্রিন চ্যানেল এলাকা থেকে ওই সিটে অবস্থানকারী সিলেট কোতয়ালী থানার শেখঘাট এলাকার বাসিন্দা জাহিদ মিয়াকে আটক করা হয়।

তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। এঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
স্বর্ণের দাম আরও কমলো
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 
X
Fresh