• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ছুরিকাঘাতে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩২

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঘরে ঢুকে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর অ্যাসিড জাতীয় দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে তরুণীর মুখ ।

উপজেলার বারুহাঁস ইউনিয়নের দিঘুরীয়া দিয়ার পাড়া গ্রামে শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম রোকসানা খাতুন (১৮)। তিনি দিঘুরীয়া দিয়ার পাড়া গ্রামের প্রয়াত তয়জাল উদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে রোকসানা প্রতিদিনের মতো তার ঘরে ঘুমাতে যায়। গভীর রাতে দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে তাকে পেটে ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে তার আরেক প্রতিবন্ধী ভাই দরজা খুলতে গিয়ে দেখে দরজা বাহির থেকে বন্ধ করা। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে রোকসানার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে।

বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা শনিবার সকালে ঘটনাস্থলে পরিদর্শনের পর সাংবাদিকদের জানান, রোকসানার চার ভাইয়ের মধ্যে তিনভাই অন্যত্র আলাদা সংসার করছেন। শুধু রোকসানা ও তার ভাই রেজাউল ওই বাড়িতে বসবাস করতেন।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরও পড়ুন :

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটিস্টিক ও প্রতিবন্ধীরা আমাদের পরিবার ও সমাজেরই অংশ : রাষ্ট্রপতি
প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ, ব্যবসায়ী গ্রেপ্তার
প্রতিবন্ধীদের জন্য প্রাথমিকের ১১৭ পদ সংরক্ষণের নির্দেশ
হনুফাদের ভালোবাসার গল্পটা অন্যরকম! 
X
Fresh