• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৭

কয়লার অভাবে ৫২ দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

তবে তিনটি ইউনিটের মধ্যে দুইশ’ ৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট চালু করা হয়েছে।

তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আব্দুল হাকিম সরকার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় দুইশ’ ৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটি চালু করা হয়েছে। একশ’ ২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন অপর দুটি ইউনিট পরবর্তীতে চালু করা হবে।

প্রধান প্রকৌশলী জানান, বর্তমানে খনি থেকে দৈনিক প্রায় ২১ থেকে ২২শ’ টন কয়লা সরবরাহ করা হচ্ছে। বর্তমান মজুদ এবং চলমান সরবরাহ কয়লা দিয়ে এখন থেকে দুইশ’ ৭৫ মেগাওয়াট ক্ষমতার ইউনিটের বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে।