• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৪

টাঙ্গাইলের মধুপুরে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কামরুল ইসলাম (২৪)। তিনি মধুপুর উপজেলার ভুটিয়া আখড়াচুনা গ্রামের সাবান আলীর ছেলে।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি নাছিমুল আক্তার নাছিম জানান, ২০১৪ সালের ১৯ মে বিকেলের দিকে আখড়াচুনা এলাকার মাঠে আট বছরের শিশু বিথি সহপাঠীদের সঙ্গে খেলা করছিল।

এসময় একই এলাকার কামরুল বিথিকে লিচু খাওয়ানোর কথা বলে পাশের আনারস বাগানে নিয়ে ধর্ষণ ও হত্যা করে। বিথির পরিবার তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে, তার সহপাঠীরা কামরুলের কথা বলে।

পরে এলাকার লোকজন কামরুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে কামরুল ঘটনার সত্যতা স্বীকার করে। পরে তার দেয়া তথ্যমতে আনারস বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পরের দিন (২০ মে) নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আজ এই মামলার রায় ঘোষণা করেন আদালত।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাছিমুল আক্তার নাছিম ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন ভাই-বোনকে গুলি করে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড
৪৪ বিলিয়ন ডলার জালিয়াতির দায়ে ভিয়েতনামের ধনকুবেরের মৃত্যুদণ্ড
শবে কদরের রাতে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা
শিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম, যুবকের মৃত্যুদণ্ড
X
Fresh