• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সেইফটি পোস্ট বসানোর সময় লরির ধাক্কায় সড়ক বিভাগের কর্মী নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৪

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরির ধাক্কায় সড়ক ও জনপদ বিভাগের এক কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বাড়বকুণ্ড বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শ্রীকান্ত চন্দ্র দাশ (১৮)। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের চারারকান্দি এলাকার অমি চন্দ্র দাশের ছেলে।

সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে আটটার দিকে শ্রীকান্ত চন্দ্র দাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেইফটি পোস্ট বসানোর কাজ করছিলেন। এসময় চট্টগ্রামমুখী একটি লরি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

নিহত শ্রীকান্ত চন্দ্র দাশ মাথায় প্রচণ্ড আঘাত পান। যে কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানান প্রকৌশলী মো. ইকবাল হোসেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সেনাপ্রধানসহ নিহত ৯
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
X
Fresh