• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

উল্টো পথে এসে মাইক্রোবাসকে ট্রাকের ধাক্কা, নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার

পঞ্চগড় প্রতিনিধি

  ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫০

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি ট্রাক সড়কের উল্টো পথে এসে মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নিহত হয়েছেন।

এসময় গুরুতর আহত হয়েছেন মাইক্রোবাসের চালকসহ অপর দুই মুক্তিযোদ্ধা।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বাইপাস এলাকার পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মির্জা আবুল কালাম দুলাল (৬৫)। তিনি পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।

আহত অপর দুই মুক্তিযোদ্ধা হলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন প্রধান (৬৪) ও ওয়ায়েসুল কোরাইশী (৬৭)।

পুলিশ ও আহত মুক্তিযোদ্ধারা জানান, পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মির্জা আবুল কালাম দুলালসহ তিনজন ভিসাসংক্রান্ত কাজে মাইক্রোবাসে করে রংপুর ভারতীয় ভিসা সেন্টারে যাচ্ছিলেন। এসময় বোদা বাইপাস এলাকায় পঞ্চগড়গামী একটি ট্রাক উল্টো পথে এসে তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন মাইক্রোবাসের যাত্রী মুক্তিযোদ্ধারা।
------------------------------------------------------------------
আরও পড়ুন : মে‌হেরপুরে উপ‌জেলা জামায়া‌তের আমিরসহ গ্রেপ্তার ১৩, কক‌টেল উদ্ধার
------------------------------------------------------------------

খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মির্জা আবুল কালাম দুলালকে মৃত বলে জানান।

পরে আহত মাইক্রোবাস চালককে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন প্রধান ও ওয়ায়েসুল কোরাইশীকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে চালক।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দগ্ধ আরও একজনের মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
সিজারের সময় গৃহবধূর মৃত্যু, জীবিত নবজাতক
পুকুরে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু
X
Fresh