• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাটে নতুন নতুন এলাকা প্লাবিত

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

  ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৮
ফাইল ছবি

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি কমে আজ বুধবার সকাল থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে উজানের ঢল অব্যাহত থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা পানিতে প্লাবিত হয়েছে।

এর আগে সোমবার রাতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার এবং মঙ্গলবার সকালে বিপদসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

তবে আজ বুধবার সকাল থেকে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়া কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান।

এদিকে তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও উজানের ঢল অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ফলে নিম্নাঞ্চলের বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমন ধানসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত। পানিবন্দি মানুষজন সড়কের পাশে বা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যমুনা নদী‌তে অষ্টমীর স্না‌নে পুণ্যার্থীদের ঢল
মানিকগঞ্জে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ঢল
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, নিরাপত্তা জোরদার
কক্সবাজারে পর্যটকের ঢল, তিলধারণের ঠাঁই নেই
X
Fresh