• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুজিবনগর থেকে ভারতীয় সার উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৩

মেহেরপুরের সীমান্ত থেকে চোরাচালানে আসা চারশ’ ৬৫ কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার দিনগত রাতে মুজিবনগর নাজিরাকোনা খলশাগাড়ি রাস্তার পাশ থেকে ভারতীয় এসব সার উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, নাজিরাকোনা বিওপির একটি টহল দল মঙ্গলবার রাতে সীমান্তে টহল দিচ্ছিল। ভারত থেকে চোরাচালানে আনা সারের মালিকরা বিজিবির টহল দেখে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে চারশ’ ৬৫ কেজি আমদানি নিষিদ্ধ টিএসপি সার উদ্ধার করে বিজিবি টহল দলটি। যার আনুমানিক মূল্য প্রায় ১৬ হাজার টাকা।

মুজিবনগর থানায় সাধারণ ডায়েরি করে উদ্ধার হওয়া সার কাস্টমসে জমা দেয়া হয়েছে বলেও জানানো হয় বিজিবির ওই বিজ্ঞপ্তিতে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, আমদের দেশের টিএসপি সারের চেয়ে ভারতীয় টিএসপির মান কম। তাই কম দামে পেয়ে চোরাচালানিরা এদেশে আনতে পারে। ওই সার আদৌ ভেজাল সার কিনা তাও জানে না চাষিরা। তাই ভারতীয় এসব সারের চোরাচালান বন্ধের দাবি কৃষি কর্মকর্তাদের।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজা জিগমে খেসার আমন্ত্রণে ভুটান গেছেন তথ্য প্রতিমন্ত্রী
নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণ
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
সীমান্তে হতাহতের ঘটনা প্রমাণ করে সার্বভৌমত্ব চরম সংকটে : ফখরুল
X
Fresh