• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাবি ছাত্রের গাঁজা খাওয়ার অনুমতি চেয়ে আবেদন

জাবি প্রতিনিধি

  ১১ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের এক ছাত্র গাঁজা খাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন এক ছাত্রী। হয়রানির বিচার চেয়ে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী।

অভিযুক্ত ছাত্রের নাম কিশোর কুমার দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের ছাত্র। তবে তিনি রিপিটার হয়ে এখন ৪৩তম ব্যাচের সঙ্গে ক্লাস করছেন। পূর্বে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়। তিনি মওলানা ভাসানি হলের আবাসিক ছাত্র। তবে বর্তমানে তিনি হলে থাকেন না।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ছেলে (কিশোর কুমার) মাদকাসক্ত। সে এর আগে আমার কাছে গাঁজা খাওয়ার অনুমতি চেয়ে লিখিত আবেদন করেছিল। পরে আমি সেই আবেদন প্রক্টর বরাবর পাঠিয়ে দেই। সে বলে গাঁজা নাকি খুব ভালো জিনিস।’

তিনি আরও বলেন, ‘আজও এক ছাত্রী তার রুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ নিয়ে এসেছিল। আমি তাদেরকে বলেছি যৌন নিপীড়ন সেলে অভিযোগ করার জন্য। কারণ যৌন নিপীড়নের বিষয়ে বিভাগ কোনও ব্যবস্থা নিতে পারে না।’