• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রাসায়নিক জঙ্গি হামলার আশঙ্কায় খাগড়াছড়ির হাসপাতালগুলোতে সতর্কতা জারি

খাগড়াছড়ি প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩০

দেশে সম্ভাব্য রাসায়নিক জঙ্গি হামলার আশঙ্কায় খাগড়াছড়ির হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। গঠন করা হয়েছে চিকিৎসা ব্যবস্থাপনা টিম।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. শাহ আলমকে আহ্বায়ক ও খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরাকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। প্রস্তুত রাখা হয়েছে জরুরি চিকিৎসা সরঞ্জামাদি।

গেল ২৬ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে সম্ভাব্য রাসায়নিক জঙ্গি হামলায় হতাহত ব্যক্তিদের চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে পাঁচটি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

এরমধ্যে রয়েছে চিকিৎসা ব্যবস্থাপনা টিম, প্রয়োজনীয় চিকিৎসা-সরঞ্জাম-ওষুধ মজুদ রাখা অন্যতম। এদিকে বিজ্ঞপ্তি জারির পর খাগড়াছড়ি সদর হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জরুরি বৈঠক করে সতর্কতা জারি করা হয়েছে। নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও ডা. নয়নময় ত্রিপুরা।

তিনি বলেন, সম্ভাব্য রাসায়নিক জঙ্গি হামলার বিষয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঈদের পরই পুরান ঢাকার রাসায়নিক গুদামে চিরুনি অভিযান’
এক যুগ পর রাসায়নিক গুদামের ট্রেড লাইসেন্স দিলো দক্ষিণ সিটি
ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, মিষ্টি কানন সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা
যে কারণে ভারতের কয়েক প্রদেশে হাওয়াই মিঠাই নিষিদ্ধ
X
Fresh