• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

পিকআপ ভ্যানের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, গাড়ি ভাংচুর, সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৪

লক্ষ্মীপুর সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক গাড়িটিকে ভাংচুর করে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

এতে ওই রুটে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সোমবার সকালে লক্ষ্মীপুর-ভোলা মজু চৌধুরীর হাট সড়কের হাজির হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাদরাসা ছাত্রের নাম ইব্রাহীম। তার বাবার নাম নিজাম উদ্দিন। সে স্থানীয় জাবারুল হাফিজিয়া মাদরাসার ছাত্র।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন আরটিভি অনলাইনকে বলেন, মজু চৌধুরীর হাট এলাকা থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ড ১১-৩০-৩৪) ইব্রাহীম নামের ওই মাদরাসা ছাত্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

পরে এলাকাবাসী ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পিকআপ ভ্যানটি ভাংচুর করে সড়ক অবরোধ করে রাখে।

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাসড়কের পাশে পড়েছিল হাতির মরদেহ
রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত
লালমনিরহাটে বালুবাহী ডাম্পট্রাকের ধাক্কায় নিহত ২
ঈদযাত্রায় সড়কে ঝরল ৩২০ প্রাণ 
X
Fresh