• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড

গাজীপুর প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৪

গাজীপুরে ব্যবসায়ী মিলন ভূইয়া হত্যা মামলায় সাতজনের ফাঁসি ও একজনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মামলা থেকে অন্য দুইজনকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক ওই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ ফারুক হোসেন, রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ ও মোহাম্মদ আলী।

এছাড়া একই মামলায় মো. মাসুম ওরফে মামা মাসুমকে পাঁচ বছরের কারাদণ্ড এবং মো. এনামুল হক ও শামসুল হককে খালাস দেয়া হয়েছে।

জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের ২০০ গজের উত্তর-পশ্চিমে রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভূইয়াকে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের মামা আক্তার হোসেন বাদী হয়ে নয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় দেয়া হল।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
কুমিল্লার হোমনায় স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
শিক্ষিকা খুনে ২ শিক্ষার্থীর মৃত্যুদণ্ড
‘জনগণের আমানতকে যারা খেলা মনে করে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত’
X
Fresh