• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজারে একই স্কুলের ৪ ছাত্র নিখোঁজের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৩

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৪ শিক্ষার্থী নিখোঁজের অভিযোগ ওঠেছে। নিখোঁজ শিক্ষার্থীরা বিদ্যালয়ের অষ্টম ও সপ্তম শ্রেণির ছাত্র।

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন আরটিভি অনলাইনকে বলেন, রোববার বিদ্যালয়ের উদ্দেশে বের হয়ে তারা কেউ সোমবার সকাল পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। তারা ৪ জনই রোববার স্কুলে আসেনি। এ নিয়ে সবার মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজরা হলো, বাস টার্মিনাল এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে শাহরিয়ার কামাল সাকিব, একই এলাকার ফয়েজুল ইসলামের ছেলে শাফিন নূর ইসলাম, শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকার উপাধ্যক্ষ মৌ জহির আহমদের ছেলে সাইয়েদ নকীব এবং বাজারঘাটা এলাকার অ্যাডভোকেট আব্দুল আমিনের বড় ছেলে এইচ এ গালিব উদ্দিন।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন বলেন, এমন কোনও তথ্য আমার জানা নেই। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
X
Fresh