• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গাজীপুরে ২৫০ ফুট উঁচু টাওয়ারে প্রতিবন্ধী যুবক

গাজীপুর প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০১

গাজীপুর মহানগরের কড্ডা এলাকায় ২৫০ ফুট উঁচু টাওয়ারে প্রতিবন্ধী যুবক। শনিবার সন্ধ্যায় ঘটনাটি দেখতে শত শত উৎসুক জনতা সেখানে ভিড় করেন। প্রতিবন্ধী শাকিলের বাড়ি জামালপুর সদর থানার শ্রীপুর ইউনিয়নে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আকতারুজ্জান বিষয়টি নিশ্চিত করে জানান, কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী যুবক শাকিল দুই লাখ ৩০ হাজার ভোল্টের ২শ ৫০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় উঠে যান। সেখানে ওই যুবক কখনও বসেন, কখনও দাঁড়িয়ে থাকেন আবার কখনও শুয়ে থাকেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন খাবার দেখিয়ে এবং মাইকিং করে তাকে টাওয়ার থেকে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি কোনোভাবে টাওয়ার থেকে নামছিলেন না। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে তিনি নিজেই নিচে নেমে আসেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপিটুনিতে ২ জনের মৃত্যু
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
সেই ইজিবাইকচালকের পাশে দাঁড়াল র‌্যাব
ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
X
Fresh