• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এমপি রানার জামিন শুনানি : দুপক্ষের ধাওয়া পাল্টা-ধাওয়া, অস্ত্রসহ আটক ১১

টাঙ্গাইল প্রতিনিধি

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৬

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান রানার জামিনের শুনানিকে কেন্দ্র করে টাঙ্গাইল আদালত চত্বর ও শহরে দিনভর ব্যাপক উত্তেজনা বিরাজ করে।

বেলা ১১টার দিকে এমপি রানার সমর্থকরা ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার ও এমপি রানার মুক্তির দাবিতে শহরের শামসুল হক তোরণ এলাকায় অবস্থান নেয়। অন্যদিকে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার বিচার দাবিতে আদালত চত্বর ও শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এসময় পুলিশ ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ ১১ জনকে আটক করে।

বুধবার সকালে এমপি রানাকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদা খানমের আদালতে হাজির করা হয়।