• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মাটি খুঁড়ে পাওয়া গেল চুরি যাওয়া বিপুল পরিমাণ স্বর্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৫

লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার ব্যবসায়ী সুমন মজুমদারের বাড়িতে চুরির ঘটনায় জড়িত যুবককে আটক করা হয়েছে। এসময় চোরের বসতবাড়ির মাটি খুঁড়ে চুরি যাওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা টুমচর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত নাহিদকে আটক ও মালামাল উদ্ধার করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন আরটিভি অনলাইনকে বলেন, শনিবার রাতে সুমন মজুমদারের বাসার চালের টিন খুলে নাহিদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার চুরি করে।

আটক নাহিদ সদর উপজেলার টুমচর এলাকার মো. মিজানের ছেলে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছিলেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরকে আটক করা হয়। এসময় তার বসতঘরের মাটির নিচ থেকে স্বর্ণলংকারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বর্ণের দামে নতুন রেকর্ড
স্বর্ণের নতুন দাম নির্ধারণ
শাহজালালে ৪০ স্বর্ণেরবারসহ আটক দুই
সৌদি ফেরত যাত্রীর ব্যাগে মিলল কোটি টাকার স্বর্ণ
X
Fresh