• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৬ কেজি স্বর্ণসহ আটক দুই

চট্টগ্রাম প্রতিনিধি

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫২

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে প্রায় ছয় কেজি ওজনের ৪৫টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস।

বুধবার সকালে মাসকট থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট থেকে গিয়াস উদ্দিন নামের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন পাঁচ কেজি দুইশ’ ৪৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য সোয়া দুই কোটি টাকা।

অপরদিকে সকাল সাতটার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা রবিউল নামে আরেক যাত্রীর কাছে পাওয়া গেছে সাতশ’ ৬২ গ্রাম স্বর্ণ। রবিউলকেও আটক করা হয়েছে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন বিমানববন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা কাজল নন্দী।

এ ঘটনায় গিয়াসউদ্দিন ও রবিউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
স্বর্ণের দাম আরও কমলো
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
X
Fresh