• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী গ্রেপ্তার, ১৩টি বোমা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:২২

মেহেরপুরের গাংনী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১৩টি বোমা ও ৬৫টি পটকা।

মঙ্গলবার পাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার আরটিভি অনলাইনকে জানান, উপজেলার ধানখোলা ইউনিয়নের পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল।

-------------------------------------------------------
আরও পড়ুন : এভাবে খালেদা জিয়ার বিচার সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন: বিএনপি
-------------------------------------------------------

পুলিশ এই খবর পেয়ে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে ১৩টি বোমা ও ৬৫টি পটকা উদ্ধার করা হয় বলেও জানান ওসি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতার মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

এ প্রসঙ্গে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে তারা সকলেই নিরপরাধ ব্যক্তি।

ঘুমন্ত অবস্থায় নিজ নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মিথ্যা নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের মুক্তির দাবি করেন স্থানীয় বিএনপির এই নেতা।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
X
Fresh