• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে এলজিসহ রোহিঙ্গা যুবক আটক

টেকনাফ প্রতিনিধি

  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি শরণার্থী ক্যাম্পের সামনে থেকে অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প থেকে ওই যুবককে আটক করা হয়।

আটক যুবকের নাম জিয়াউর রহমান (২২)। তিনি ওই শরণার্থী ক্যাম্পের বি ব্লকের এক হাজার ৪১ নম্বর শেডের সিরাজুল ইসলামের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া আরটিভি অনলাইনকে বলেন, সোমবার ভোরে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সামনে ঘুরাফেরা করার সময় জিয়াউর রহমানকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি সচল এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। অপরাধ সংগঠিত করার জন্যই সে অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিল বলে জানান ওসি।

এদিকে আটক জিয়াউর রহমানকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার অস্ত্র
অস্ত্রোপচার করে চেহারা পাল্টে ট্রলের শিকার রাজকুমার রাও
সেনা অভিযানে কেএনএফের ৮ সদস্য আটক, অস্ত্র উদ্ধার 
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
X
Fresh