• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিলেটের বিশ্বনাথে ককটেল বিস্ফোরণের মামলায় আসামি ৭০

সিলেট প্রতিনিধি

  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৮

গত শনিবার রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের ৪টি আলাদ স্থানে একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাতে বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমার নাইডু বাদি হয়ে ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের পুরান বাজারস্থ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, নতুন বাজারস্থ লাইটেস স্ট্যান্ডের সামনে, রামপাশা রোডের আব্দুল খালিক কমিউনিটি সেন্টারের সামনে ও বিশ্বনাথ-জগন্নাথপুর রোডের আঙ্গারুখা ব্রিজ নামক স্থানে একই সঙ্গে ককটেল বিস্ফোরণ হয়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে উপজেলা সদরের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করে। ধারণা করা হচ্ছে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে এই ককটেল বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ, অতঃপর....
জজ কোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণ
বাথরুমে ককটেল বিস্ফোরণ, পুলিশ সদস্যসহ আহত ৩
আধিপত্য বিস্তারকে ঘিরে ৪০ ককটেল বিস্ফোরণ
X
Fresh