• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত

নোয়াখালী প্রতিনিধি

  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৫

নোয়াখালীর সেনবাগে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া ঘটনায় আহত হয়েছে আরও ৫জন।

আজ(সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুইজনসহ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ ও সিএনজি অটোরিকশা দুটি জব্ধ করা হয়েছে।
-------------------------------------------------------
আরও পড়ুন : কলেজছাত্রীকে ছুরিকাঘাত, বখাটে ছেলেকে পুলিশে দিলেন মা
-------------------------------------------------------

পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।

নিহতরা হচ্ছেন- উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ইমান আলীর স্ত্রী ফিরোজা বেগম, তার ছেলে মোহন খান, সিএনজি চালক আবু তাহের।

আহতরা হচ্ছেন- নিহত মোহন খানের স্ত্রী মর্জিনা বেগম সীমা, ৭ বছরের ছেলে মিরান খান, মালবাহী পিকআপের মালামালের মালিক মাসুদ।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
X
Fresh