• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিজ রাইফেলের গুলিতে প্রাণ গেল আনসার সদস্যের

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

  ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫০

গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকায় জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এর প্রধান কার্যালয়ে দায়িত্ব পালনকালে জুনেদ আহম্মেদ (২৫) নামের এক আনসার সদস্য নিজ রাইফেলের গুলিতে নিহত হয়েছেন।

নিহত জুনেদ আহম্মেদ সুনামগঞ্জ জেলার জামালপুর থানার উর্জলাখাঁগঞ্জ গ্রামের মো. জহির উদ্দিনের ছেলে।

জানা যায়, গতকাল শনিবার রাত ১২টার দিকে ডিউটিরত অবস্থা হঠাৎ গুলির শব্দ শুনে আশপাশের অন্যান্য আনসার সদস্যরা এগিয়ে আসে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ওই আনসার সদস্যকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ্‌ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুনেদ আহম্মেদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গি থানার ওসি কামাল হোসেন আরটিভি অনলাইনকে জানান, নিজ রাইফেলে নিহত হওয়ার ঘটনায় টঙ্গি থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই আনসার সদস্যের মরদেহ রাতেই উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh