• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি

  ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮

ঝিনাইদহ সদরের পোড়াহাটি ইউনিয়নের হিরাডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় ভাংচুর করা হয়েছে ১০-১২টি বাড়ি-ঘর ও দোকানপাট।

শনিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ আরটিভি অনলাইনকে জানান, জেলা সদরের পোড়াহাটি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম হীরন এবং যুবলীগ নেতা ইব্রাহীম খলিল রাজার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

তারই জের ধরে শনিবার সকালে হীরাডাঙ্গা গ্রামে উভয় গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রায় ১০-১২টি বাড়ি-ঘর ও দোকানপাট ভাংচুর করা হয়। আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ১০ জন। তাদের মধ্যে নয়জনকে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
নারকেল পাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৮
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
X
Fresh