• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের এসআই গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

  ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৫

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ট্রাক থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় এসআই বদরুদ্দোজাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রাথমিক তদন্তে ইয়াবা পাচারের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ইয়াবা পাচারের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি।

মিরসরাইয়ের নিজামপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার গভীর রাতে বাসার ফার্নিচার বহনকারী একটি ট্রাকের ফাইল কেবিনেট থেকে ২৯ হাজার দুইশ’ ৮৫টি ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

ওই কেবিনেট থেকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ থেকে চট্টগ্রাম নগর পুলিশে বদলি হয়ে আসা এসআই বদরুদ্দোজার নাম, বিপি নম্বর ও মোবাইল নম্বরসহ সিল লাগানো একটি ডায়েরি উদ্ধার করা হয়। এছাড়াও চালকের কাছ থেকেও বদরুদ্দোজার ভিজিটিং কার্ড পাওয়া যায়।

এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে চালক ও সহকারীকে আসামি করে মিরসরাই থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছিল।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 
গাঁজাগাছ-ইয়াবাসহ আটক ২
পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
X
Fresh