• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

নেত্রকোনা প্রতিনিধি

  ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩২

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কাঁঠালতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যাননি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া জানান, কেন্দুয়া বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী বোঝাই করে ময়মনসিংহে যাচ্ছিল।পথিমধ্যে কাঁঠালতলী মোড়ে অটোরিকশাটি পৌঁছলে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা মায়ের দোয়া পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে একজন মারা যান।

বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
কচুয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
‘এখন আমার কি হবে, মনুরে লইয়া কোন পথে যামু’
X
Fresh