• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নিখোঁজের দুদিন পর দাদা-নাতনির লাশ মিলল নাফ নদীতে

টেকনাফ প্রতিনিধি

  ৩১ আগস্ট ২০১৮, ২৩:০৯

নিখোঁজের দুদিন পর দাদা-নাতনির লাশ মিলল টেকনাফে নাফনদীতে। আজ শুক্রবার বাদ জুমা তাদের স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেনে।

তিনি বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাংস্থ নাফনদীর মোহনায় ভাসমান অবস্থায় লম্বাবিলের আব্দুল মালেকের মেয়ে রোজিনা আক্তার (১০) এর ভাসমান লাশ দেখে উদ্ধার করে স্বজনেরা।

এরপর সকাল সাড়ে ৮টার দিকে প্রায় তিন কিলোমিটার দূরে মৃত আব্দুল আজিজের পুত্র মো. ইউসুফ আলীর (৭৫) ভাসমান লাশ ঝিমংখালীর নাফনদীতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে হোয়াইক্যং ফাঁড়ির ইনচার্জ এসআই দীপাঙ্কর কর্মকার বিশেষ ফোর্স নিয়ে স্থানীয় বিজিবির সহায়তায় উদ্ধার করে নিয়ে আসে। নিখোঁজ দুজনই সম্পর্কে দাদা-নাতনি ছিল। পরে পরিবারের আপত্তি না থাকায় দ্রুত দাফনের নির্দেশনা দেয়া হয়।

গেল বুধবার সকালে মৎস্যঘেঁরে গরু খোঁজতে গিয়েই নিখোঁজ হন নিহতরা।পরে বৃহস্পতিবার টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার প্রণয় চাকমা ও ফায়ার সার্ভিসের একটি দল ঊনছিপ্রাং রইক্ষ্যং খালের মুখে উদ্ধার অভিযান চালায়।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ হলেন যারা
X
Fresh