• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভৈরবে সুরমা মেইল থেকে মাদকসহ ট্রেন পরিচালক আটক

ভৈরব প্রতিনিধি

  ৩১ আগস্ট ২০১৮, ২১:০৯

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকাগামী সুরমা এক্সপ্রেস মেইল ট্রেনের ডাক বগি থেকে ১১ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেন্সিডিলসহ এক্সপ্রেসের পরিচালক (গার্ড) নিয়াজ মাহমুদকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সকালে রেলওয়ে স্টেশন থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ আরটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেসের তালাবন্ধ ডাক বগিতে অভিযান চালানো হয়। এসময় পরিচালকের নিয়ন্ত্রণে থাকা তালাবন্ধ বগিতে মাল বুকিং বিহীন একটি লেপে মোড়ানো অবস্থায় ১১ কেজি গাঁজা ও ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদক পাচারের অভিযোগে ট্রেনের পরিচালক নিয়াজ মাহমুদকে আটক করে র‌্যাব।

আব্দুল মজিদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে মাদক পাচারের কথা স্বীকার করেছেন নিয়াজ মাহমুদ। এছাড়াও মাদক পাচারের দায়ে তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এতে রেলওয়ে স্টেশনে ট্রেনটি অন্তত তিন ঘণ্টার বেশি সময় আটকা পড়ে। এতে যাত্রীরা বিড়ম্বনায় পরেন। পরে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে একজন পরিচালক এনে ট্রেনটি ঢাকায় পাঠানো হয়।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিমায়িত ফেনসিডিল উদ্ধার, যা বলল পুলিশ
টাঙ্গাইলে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার 
সড়ক বিভাগের গাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ৩
সাবেক এমপির গাড়ি থেকে ৪৪২ বোতল ফেনসিডিল উদ্ধার
X
Fresh