• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলি, নিহত ১

টেকনাফ প্রতিনিধি

  ৩১ আগস্ট ২০১৮, ১৯:২৭

কক্সবাজারের টেকনাফের লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষ রোহিঙ্গাদের গুলিতে আবু ইয়াছের (২২) নামের এক রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৪ টার দিকে টেকনাফ উপজেলার লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত আবু ইয়াছের ওই রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইসলামের ছেলে।

টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ছৈয়দ আলমের সাথে নিহত রোহিঙ্গা যুবক আবু ইয়াছেরের ইয়াবা ব্যাবসা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বিকেল ৪ টার দিকে আবু ইয়াছেরকে গুলি করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবু ইয়াছেরকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে রয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন :

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের দাওয়াত দিয়ে বাড়ি ফেরা হলো না বাবার, হাসপাতালে মেয়ে
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
উখিয়ায় ক্যাম্প থেকে গুলিসহ গ্রেপ্তার ৫
X
Fresh