• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পদ্মার চরাঞ্চলে ৫ জেএমবি সদস্য গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

  ৩১ আগস্ট ২০১৮, ১১:৪৯

রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি মধ্য চর থেকে জেএমবির শীর্ষ নেতা আমিনুলসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার গভীর রাতে দুই জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

এরমধ্যে রাজশাহীর গোদাগাড়ী এলাকার বড়মাড়ী আদর্শগ্রাম-২ থেকে দুইজন ও চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি মধ্য চর থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র, গুলি, ম্যাগজিন ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে র‌্যাব-৫ এর সদর দপ্তরে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

এসময় র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্যরা ওই এলাকায় সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। এসময় অস্ত্র গুলিসহ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় র‌্যাব।

এদিকে, গত রাতে এক বিশেষ পুলিশি অভিযানে রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির আবদুল্লাহ্সহ চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
X
Fresh