• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাস-ট্রাকের সংঘর্ষ, আগুনে পুড়ে দুই চালকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

  ৩১ আগস্ট ২০১৮, ০৯:০৯

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে গেছে। এতে দুই গাড়ির চালকই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন যাত্রী।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের রামপুর বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে নিহত দুই চালকের পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা।

দিনাজপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ জানান, কেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে বাসটি রামপুর বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পর ট্রাক ও বাসের চালককে অগ্নিদগ্ধ অবস্থায় মৃত উদ্ধার করে।

আকতার হামিদ আরও জানান, দুর্ঘটনায় কোচের ২৫ জন যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে ছয়জনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
X
Fresh