• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইসলামী ব্যাংক কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি

  ৩০ আগস্ট ২০১৮, ১৮:৩৫

জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা (বর্তমানে বরখাস্তকৃত) ওয়ালিউল্লাহকে দুটি ধারায় আট বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

এর মধ্যে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে ৪০৯ ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পটুয়াখালীর স্পেশাল জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় দেন।

এ মামলার অপর আসামি গোলাম সরোয়ারকে বেকসুর খালাস দেয়া হয়। রায় প্রদানকালে উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় বলা হয়, ইসলামী ব্যাংক বরগুনা শাখায় কর্মরত অবস্থায় জনৈক এক গ্রাহকের টিডিআর এবং এমএসবি হিসাব থেকে ৩২ লাখ ৯৫ হাজার চারশ’ ৬৬ টাকা এবং পে-অর্ডারের মাধ্যমে ৩০ লাখ পাঁচশ’ ৫ টাকা আত্মসাৎ করেন ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ। পরে দুদক তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। পরে শুনানি শেষে আদালত এ রায় দেন।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুদকের মামলায় সাবেক এমপি কাদের খানের চার বছরের কারাদণ্ড 
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
জাটকা ধরায় চাঁদপুরে আটক ৭ জেলের কারাদণ্ড
পণ্যের ‘নেগেটিভ রিভিউ’ দেওয়ায় কারাদণ্ড হতে পারে এক নারীর 
X
Fresh