• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৬ ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় সীমিত ফেরি চলাচল (ভিডিও)

মাদারীপুর প্রতিনিধি

  ৩০ আগস্ট ২০১৮, ১২:০১

নাব্য সংকটে নদীতে ড্রেজিং কাজ চলায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে।

গতকাল বুধবার রাত ১২টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত ড্রেজিং কাজের জন্য এই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা। তবে, স্বাভাবিক রয়েছে লঞ্চ ও স্পীডবোট চলাচল।

কাঁঠালবাড়ী ফেরিঘাটের ম্যানেজার সালাম হোসেন বলেন, নদীতে ড্রেজিং কাজের গতি বাড়িয়ে আনার জন্য রাতে ২১টি ফেরির সবগুলো বন্ধ রাখা হয়। পরে ড্রেজিং কাজের কিছুটা উন্নতি হলে ভোর ৬টা থেকে প্রথমে ৯টি ফেরি চলাচল করলেও সকাল ৯টা থেকে চলাচল করছে ১৪টি ফেরি। এর মধ্যে কয়েকটি ফেরি বিকল্প চ্যানেল ব্যবহার করায় স্রোতের মুখে পড়ছে, এতে সময় লাগছে দ্বিগুণ।

দীর্ঘ সময় ফেরি চলাচল ব্যাঘাত ঘটায় ঘাটের উভয় পাড়ে আটকা পড়েছে ৪ শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন এই নৌরুটে চলাচলকারী যাত্রী ও চালকরা। ফেরি চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে লঞ্চ ও স্পীডবোটে। জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পাড়ি দিচ্ছেন উত্তাল পদ্মা নদী।

আরও পড়ুন :