• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

১৫ দিনে পদ্মায় বিলীন শতাধিক স্থাপনা

ফরিদপুর প্রতিনিধি

  ২৯ আগস্ট ২০১৮, ১৮:৩৮

ফরিদপুরে তীব্রতর হচ্ছে পদ্মা নদীর ভাঙন। ১৫ দিনেই নদীতে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি, ফসলি জমি, সরকারি স্কুল ও মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন স্থাপনা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাটছে মানবেতর জীবন। ভাঙন ঠেকাতে দ্রুত উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

ফরিদপুর সদর ও চর ভদ্রাসন উপজেলার বিভিন্ন জায়গায় এ ভয়ংকর রূপ নিয়েছে পদ্মা।

এরই মধ্যে এমপি ডাঙ্গী প্রাথমিক বিদ্যালয় ও এমপি ডাঙ্গী মাদরাসাসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হবার পথে। নদীতে সর্বস্ব হারানো বহু পরিবারের ঠাই মিলেছে খোলা আকাশের নিচে। আবার ঝুঁকিতে থাকা অনেক পরিবার শেষ সম্বলটুকু সরিয়ে নিচ্ছেন নিরাপদ জায়গায়।

ভুক্তভোগী এক শিক্ষার্থী জানান, স্কুল কলেজ বাড়ি ঘর সব ভেঙে নিয়ে গেছে।
-------------------------------------------------------
আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে এনা বাস খাদে পড়ে নিহত ৩
-------------------------------------------------------