• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিক নদী হত্যা: শ্বশুর গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

  ২৯ আগস্ট ২০১৮, ১৬:০৭

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি সুবণা নদীকে (৩২) মঙ্গলবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুবর্ণার শ্বশুর আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে মামলার প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে সুবর্ণা আক্তার নদী (৩২) হত্যার ঘটনায় সদর তার মা মর্জিনা বেগম বাদী হয়ে সুবর্ণার সাবেক স্বামী রাজিব, শ্বশুর শিল্পপতি আবুল হোসেন ও মিলনসহ অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-৯৩)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, নারী সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যায় তার মা মর্জিনা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় ৩ জনকে নামীয় ও অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ সুবর্নার সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে।

এদিকে ময়নাতদন্ত শেষে নদীর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ আসর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
শিশুকে গলাকেটে হত্যা, নানা গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
X
Fresh