• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাস থেকে ফেলে হত্যা

আমেরিকা যাওয়া হলো না রেজাউলের

সীতাকুণ্ড প্রতিনিধি

  ২৮ আগস্ট ২০১৮, ১৭:১৬

বাসের হেলপারের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের কালিরহাট এলাকায় বাস থেকে ফেলে চাপা দিয়ে হত্যা করা হয় রেজাউল করিমকে।

সোমবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকার অদূরে গ্ল্যাক্সো কারখানার সামনে এই ঘটনা ঘটে।

নিহত রেজাউলের বাবা আমেরিকা প্রবাসী ওলিউল্লা বলেন, রেজাউলের আমেরিকা যাওয়ার সব কাগজপত্র তৈরি হয়ে গিয়ে ছিল। রেজাউলের সঙ্গে তার স্ত্রী ও সন্তানেরও আমেরিকা যাওয়ার কথা ছিল। কিন্তু এখন আর মেয়ে ও রেজাউলের স্ত্রী আমেরিকা যেতে পারবে না। ওরা সব এলোমেলো করে দিলো আমার পরিবারে।

এদিকে নিহতের ঘটনায় এখনও বাসের চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনার পর ঘাতক হেলপার ও চালকের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে।

তবে তাদের আটক করতে অভিযান অব্যাহত আছে বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন আকবর শাহ থানার ওসি মো. জসিম উদ্দিন। তিনি আরও জানান, এ ঘটনায় চট্টমেট্রো জ ১১-১৮০৩ নম্বরের বাসটি জব্দ করা হয়েছে।
-------------------------------------------------------
আরও পড়ুন : চলন্ত বাস থেকে ফেলে যুবক হত্যার অভিযোগ, সড়ক অবরোধ
-------------------------------------------------------

এ ঘটনায় মামলা পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

রেজাউলের ওলিউল্লা আরও বলেন, ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ঘাতক হেলপার ও চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

রেজাউলের সীতাকুণ্ডের বাড়িতে গিয়ে দেখা যায় নিহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড়।

এর আগে সোমবার দুপুরে সীতাকুণ্ডের কালিরহাটের বাসিন্দা মো. রেজাউলে করিমকে বাস থেকে হেলপার ফেলে দিলে বাসার চাপায় পড়ে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় রেজাউলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
X
Fresh